আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলা, জুলুম নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ বরিশাল সদর ও মহানগরের উদ্যোগে আজ শনিবার (২১) অক্টোবর সকাল ১১টায় নগরীর টাউন হলের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ কেন্দ্রীয় নায়েবে আমির, জামে এবাদুল্লাহ মসজিদের পেশ ইমাম ও খতীব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার সনামধন্য অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ড. সাইয়্যেদ শরাফাত আলী।
বিশেষ অতিথি ছিলেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা উপাধ্যক্ষ হযরত মাওলানা রুহুল আমিন ছালেহী, যুব হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাও, কাজী মফিজ উদ্দিন জিহাদী, ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবু আক্কাস।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা নেছার উদ্দিন খান, বরিশাল জেলা সাধারন সম্পাদক মাওলানা মুফতী দেলোয়ার হোসেন, মহানগর সাধারন সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা নজরুল ইসলাম, সদর উপজেলা সাধারন সম্পাদক আলহাজ্ব হযরত মাও. মুফতি হাসান বিন হাবিব, বরিশাল জেলা যুব হিযবুল্লাহ সভাপতি আলহাজ মাও. শাহাবুদ্দিন, ছাত্র হিযবুল্লাহ বরিশাল জেলা সভাপতি মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা মোঃ সুলতান মাহমুদ।
মানববন্ধনে ইসরাইলের সকল পন্য বর্জন করার আহবান জানানো হয়। পরে ফিলিস্তিনে শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।