আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
পল্লী জনপদ ডেস্ক॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবে অধ্যয়ন করা বিদ্যাপীঠ জেলার আগৈলঝাড়া উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেনের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে বিদ্যালয় চত্বরে প্রধানশিক্ষক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার, মতিউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু প্রমুখ।
বক্তারা বলেন, ১৮৯৩ সালের ২৩ জানুয়ারি কৈলাশ চন্দ্র সেন বৃটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের চাকরি ছেড়ে নিজ এলাকায় শিক্ষা প্রসারের লক্ষ্যে গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র হিসেবে অধ্যয়ন করেছিলেন।