আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
বরিশালের রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মত পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠান সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে। সকাল থেকে শিক্ষার্থীদের স্মৃতিচারণ, দীর্ঘদিন পর একসাথ মিলন মেলা অংশগ্রহণকে নানাভাবে স্মৃতির ফ্রেমে বন্দি করে রাখতে সেল্ফিসহ নানা কৌশল অবলম্বন করেছেন। দীর্ঘদিন পর এমন আয়োজনে সকলের মাঝে আনন্দ ও আবেগময় দৃশ্য দেখা যায়। দুপুরের মধ্যাহ্নভোজের পর আলোচনাসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ শাহরিয়ার বাবু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট মাহাবুবুর রহমান মধু, অত্র ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আঃ ছালাম, নগরীর ২৭ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক আমজাদ হোসেন আজাদের সহধর্মিণী আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২২, ২৩ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী সেলিনা আজাদ। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাবিনা আক্তার মলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রব আকন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।