আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
শামীম আহমেদ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে এখন পর্যন্ত ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। দুপুর ১২টা পর্যন্ত রিটার্নিং অফিসারের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (৩০) নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বরিশাল-৫ আসন থেকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-৫ ও বরিশাল-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় জাপা যুগ্ম মহাচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, বরিশাল-২ এবং বরিশাল-৩ আসন থেকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, বরিশাল-২ আসন থেকে বিএনপি তৃনমূল প্রার্থী শাজাহান সিরাজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সকালে বরিশাল-২ এবং বরিশাল-৫ আসন থেকে মনোনয়ন জমা দেন জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল। এরপর বরিশাল-২ ও বরিশাল-৩ আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন’র পক্ষে বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু ও সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মো: টিপু সুলতান মনোনয়ন পত্র জমা দেন। এরপর বরিশাল-২ আসন থেকে বিএনপি তৃনমূলের প্রার্থী মো: শাজাহান সিরাজ মনোনয়ন পত্র জমা দেন। পরে দুপুর ১২ টার দিকে বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে নেতৃবৃন্দ মনোনয়ন জমা দেন। এ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সহ-সভাপতি ও সাবেক বিসিসি প্যানেল মেয়র কাউন্সিলর গাজী নঈমুল হাসান লিটু, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, আওয়ামী লীগ নেতা ও বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, বিসিসি সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর এ্যাড. রফিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা প্রদিপ কুমার ঘোষ পুতুলসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।