আজ শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
বরিশালে বসন্ত উৎসব পালিত
পল্লী জনপদ ডেস্ক॥
শীতের জীর্ণতা কাটিয়ে ফুলে ফুলে সেজে উঠেছে প্রকৃতি। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে বরিশাল সরকারী মহিলা কলেজের বকুল তলায় দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারী মহিলা কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন শিক্ষকরা বলেন, বসন্ত মন উদার করে, হাসতে শেখায়, গাইতে শেখায়, মানুষকে ভালবাসতে শেখায়। আজকের শিক্ষার্থীরা যদি মানুষকে ভালবাসতে না পারে, তাদের মন যদি উদার না হয়, তাহলে তাদের এই প্রয়াস ব্যর্থ।
অপরদিকে, নগরীর জগদ্বীশ সারস্বত স্কুল এন্ড কলেজ মাঠে বসন্তবরণ উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী এবং বরিশাল নাটক’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। উদ্বোধণ করেন মেয়র পত্নী লিপি আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন। অন্যদিকে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে শিল্পকলা একাডেমির আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।