আজ শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া হাসিনাকে কড়া বার্তা দিলেন ড. ইউনূস আউয়াল কমিশনের পদত্যাগ নলছিটির দপদপিয়ায় বিএনপি নেতা রিমনের চাঁদাবাজী ও দখল বাণিজ্যের অভিযোগ সাবেক আইজিপি মামুন ৮, শহীদুল ৭ দিনের রিমান্ডে বিএনপি আমলে ছাত্রলীগ পরিচয়ে বরখাস্তদের নেতৃত্বে গড়ে ওঠে ‌‘পুলিশ লীগ’ বাংলাদেশে ভয়াবহ বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু : ইউনিসেফ সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্নার লাশ নিয়ে নতুন তথ্য দিল মেঘালয় পুলিশ রিমান্ডে যে সব চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান জামায়াত-শিবিরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না : টিআইবি
বরিশাল বিভাগীয় ওলামা মাশায়েখ সম্মেলন ৭ ফেব্রুয়ারি

বরিশাল বিভাগীয় ওলামা মাশায়েখ সম্মেলন ৭ ফেব্রুয়ারি

বরিশালে বিভাগীয় ওলামা মাশায়েখ সম্মেলন ৭ ফেব্রুয়ারি

 

বরিশাল বিভাগীয় ওলামা মাশায়েখ সম্মেলন ৭ ফেব্রুয়ারি

পল্লী জনপদ ডেস্ক ॥

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে আগামী মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিভাগীয় ওলামা মাশায়েখ সম্মেলন এবং ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি ইউসুফ তাওলভী এবং আল্লামা মুফতি আফজাল কাইমুরী।

ওলামা মাশায়েখ সম্মেলন এবং ওয়াজ মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, কেন্দ্রীয় উপদেষ্টা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই, চট্টগ্রাম আল জমিয়াতুল ইসলামিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহ মুহাম্মদ ইয়াহহিয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক সন্দিপী, জামাতা আল্লামা ইসরিফ সন্দিপী (রহ.), কেন্দ্রীয় উপদেষ্টা মুফতি মিজানুর রহমান সাঈদ, মহাপরিচালক, শায়েখ জাকারিয়া রিসার্চ সেন্টার, ঢাকা। কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মাওলানা আ. ফ. ম. খালেদ হোসেন, মুহাদ্দিস, জিরি মাদ্রাসা, চট্টগ্রাম। মাওলানা মুফতি যিকরুল্লাহ খান, মুহাদ্দিস, ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা, চট্টগ্রাম জামেয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা ওবাইদুল্লাহ হামজাহ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া মাদ্রাসার মহাপরিচালক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, মাদারীপুর জমিয়াতুস সুন্নাহ‘র মুহতামিম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, মুহতামিম, জমিয়াতুস সুন্নাহ, মাদারীপুর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মুফতি লুৎফর রহমান ফরায়েজী, পরিচালক, তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট, ঢাকা। গাজীপুর, বোর্ড বাজার, মারকাযুন নুর পরিচালক মুফতি রেজওয়ান রফিকী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দোহা আশরফী, মুহতামিম, জামেয়া রওযাতুল উলুম ঢাকা এবং মুফতি রেজাউল করীম আবরার, প্রধান মুফতি, জামেয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি, ঢাকা।

ওয়াজ মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, চরমোনাই মাদ্রাসার নির্বাহী পরিচালক মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মাদ আবুল খায়ের, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হেদায়াতুল্লাহ খান আজাদী, চেয়ারম্যান, জাগুয়া ইউনিয়ন পরিষদ, বরিশাল।

এতে আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত থাকবেন বরিশাল স্টিমারঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরফুদ্দিন বেগ, ভোলা ইত্তেহাদুল ওলামা পরিষদ সভাপতি মাওলানা মুহাম্মদ আনাস, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান কাসেমী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঝালকাঠির সভাপতি মাওলানা আব্দুল মালেক, বরিশাল হরিণাফুলিয়া পীর সাহেব মাওলানা আব্দুল খালেক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পটুয়াখালীর সভাপতি মাওলানা আবু সাঈদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরগুনা জেলা সভাপতি মুফতি গোলাম মাওলা কাসেমী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পিরোজপুর জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, বরিশালের কাশিপুর বহুমুখি মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুফতি নুরুল্লাহ, জামিয়া হুসাইনিয়া নথুল্লাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা ভোলা উত্তর সভাপতি মাওলানা ইয়াসিন নবীপুরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা ভোলা দক্ষিণ সভাপতি মাওলানা সালাহউদ্দিন বেলালী প্রমুখ।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন এবং ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালীম, সদস্য সচিব, সম্মেলন বাস্তবায়ন কমিটি, মুহতামিম, জামিয়া আরাবিয়া খাজা মঈনুদ্দিন মাদ্রাসা এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগর সভাপতি হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, আহ্বায়ক সম্মেলন বাস্তবায়ন কমিটি এবং মুহাতামিম, জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা, বরিশাল।

আয়োজক কমিটি উক্ত ওলামা মাশায়েখ সম্মেলন এবং ওয়াজ মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon