আজ শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া হাসিনাকে কড়া বার্তা দিলেন ড. ইউনূস আউয়াল কমিশনের পদত্যাগ নলছিটির দপদপিয়ায় বিএনপি নেতা রিমনের চাঁদাবাজী ও দখল বাণিজ্যের অভিযোগ সাবেক আইজিপি মামুন ৮, শহীদুল ৭ দিনের রিমান্ডে বিএনপি আমলে ছাত্রলীগ পরিচয়ে বরখাস্তদের নেতৃত্বে গড়ে ওঠে ‌‘পুলিশ লীগ’ বাংলাদেশে ভয়াবহ বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু : ইউনিসেফ সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্নার লাশ নিয়ে নতুন তথ্য দিল মেঘালয় পুলিশ রিমান্ডে যে সব চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান জামায়াত-শিবিরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না : টিআইবি
বরিশালে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

বরিশালে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

 

বরিশালে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক ॥

অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস মঙ্গলবার রাতের প্রথম প্রহর ১২টা ১মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি প্রথমে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি পার্বত্য শান্তি চুক্তির রুপকার (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলের বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল ইসলাম, বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আখতারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, বরিশাল র‌্যাব (৮) অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন বীর বির বিক্রম।

এরপরই ভাষা সৈনিকদের প্রতি বরিশাল সিটি প্যানেল মেয়র ও নগরীর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় প্যানেল মেয়র ও বরিশাল আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন, প্যানেল মেয়র আয়েশা তৌহিদা লুনাসহ বিভিন্ন কাউন্সিলরবৃন্দ। পরে তিনি মহীদ পাদদেশে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন।

পরবর্তীতে শ্রদ্ধা বিভিন্ন সিভিল প্রশাসনিক কর্মকর্তাদেরে নিয়ে পূস্পার্ঘ অপর্ণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল ইসলাম।

পর্যায়েক্রমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি আখতারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন তার দপ্তরের বিভিন্ন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে বরিশাল জেলা পুলিশ সুপার অহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এখানে আরো শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব (৮), মহানগর আওয়ামী লীগ, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান, বরিশাল জেলা জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন তাপস ও অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের নেতৃত্বে জাতীয় পার্টির নেতা কর্মীরা শ্রদ্ধা জানান। পরবর্তীতে ধিরে ধিরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

অপরদিকে, মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ ভাষা সৈনিকদের স্মরনে বরিশাল মহানগর বিএনপি মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন মহিলা দল, শ্রমীকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক এম.ডি হাবিবুর রহমান টিপু, মহানগর বিএনপি সদস্য নুরুল আলম ফরিদ, এ্যাড. হুমাউন কবীর মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর পূর্বে বরিশাল দেলা দক্ষিণ বিএনপি আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিনের নেতৃত্বে জেলা বিএনপি, বরিশাল সদর উপজেলা বিএনপি, জেলা শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি আহবায়ক এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ নুরুল আমিন, যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান সাবু, আলহাজ্ব মন্টু খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon