আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

 

বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ॥

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানি বন্ধ ও সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মানহানির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বরিশাল।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল প্রেসক্লাবের সামনে সাংবাদিক, লেখক, শিক্ষক, সংস্কৃতি কর্মী ও নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বরিশাল প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো সাংবাদিক পরিষদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল নিউজ এডিটর কাউন্সিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পরিবেশ আন্দোলন, সম্মিলিত নাগরিক পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বিএম কলেজ শিক্ষক পরিষদ, বাসদ, জাতীয় পার্টি, মহানগর যুবদলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আল মামুনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, সাংবাদিক অপূর্ব অপু, রাশেদ বাপ্পী, মুরাদ আহমেদ, গিয়াস উদ্দিন সুমন, রাহাত খান, আরিফ হোসেন প্রমুখ।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon