আজ বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
শামীম আহমেদ ॥
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, গুণীজন, বীরমুক্তিযোদ্ধা এ্যাড. এস এম ইকবাল’র স্মরণে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ অক্টোবর) বেলা সকাল ১১টায় প্রেসক্লাব আয়োজনে ও সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সদস্য বেলায়েত হোসেন বাবলুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসাইন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
এসময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক ও কবি অরুপ তালুকদার, নজরুল ইসলাম চুন্নু, বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, নাসিম উল আলম, বিরেন সমাদ্দার, ফেরদৌস সোহাগ, রাহাত খান, কে.এম নয়ন ও শুভংকর চত্রবর্তী প্রমুখ।
পরে এস.এম ইকবালসহ প্রেসক্লাবের প্রয়াত সকল সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।