আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
জুলাই-আগস্ট গণহত্যা : ট্রাইব্যুনালে বিচার শুরু হচ্ছে ফেসবুকে মহানবী (স.)কে নিয়ে কটূক্তি, দুই ছাত্রলীগ কর্মী আটক গণতন্ত্রের ধারা বহমান রাখতে অবাধ-সুষ্ঠু নির্বাচন দরকার : তারেক রহমান আমাকে মোয়া বানানো হচ্ছে : সাবেক ডিবিপ্রধান হারুন ড. মুহাম্মদ ইউনূস কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি : প্রেস সচিব পিরোজপুরে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, শিশুসহ নিহত ৮ কোন সরকারি চাকরিজীবী চাকরি ছাড়ার পর নির্বাচনে অংশ নিতে পারবে না : জামায়াত দিশেহারা আ’লীগ, শীর্ষ নেতারা আত্মগোপনে, বেশিরভাগ ভারতে ঠাঁই! দ্রব্যমূল্য শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে : স্বরাষ্ট্র উপদেষ্টা অবশেষে বরখাস্ত উর্মির বিরুদ্ধে মানহানির মামলা
বাকেরগঞ্জে বিএমএসএফ’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

বাকেরগঞ্জে বিএমএসএফ’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

 

বাকেরগঞ্জে বিএমএসএফ’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ॥

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রেজি: নং ০৬/২০২২ বাকেরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) ১১ টায় ভার্চুয়াল এক সভায় বরিশাল জেলা কমিটির সুপারিশে বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর ৩১ সদস্য বিশিষ্ট বাকেরগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন।

ভার্চুয়ালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা।

আহমেদ আবু জাফর তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা করতে হলে কারো রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না। বিএমএসএফ অপরাধীদের কোন পদের দায়িত্বে রাখেনা। সংগঠনকে ঢেলে সাজাতে রাক্ষুসে সাংবাদিকমুক্ত বিএমএসএফ গড়ে তুলতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা লেখার সাহসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ এবং অপ-প্রচারকারীদের বিষয়ে সতর্ক থাকার থাকার আহবান জানান।

বাকেরগঞ্জ উপজেলা বিএমএসএফ’র কমিটিতে মোঃ জিয়াউল হক আকনকে (দৈনিক জনকণ্ঠ) সভাপতি, এসএম পলাশকে (বাংলা টিভি) সাধারণ সম্পাদক এবং মুহা. সফিক খানকে (দৈনিক দক্ষিণের ক্রাইম) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষনা করা হয়।

এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ গোলাম মোস্তফা (দৈনিক ইত্তেফাক), অরুন দাস (বাংলাদেশ বাণী), মোঃ বশির আহম্মেদ (দেশ জনপদ), যুগ্ম সাধারনণ সম্পাদক মোঃ মহেবুল্লাহ (দেশ জনপদ), মাহফুজ খান (তালাশ), কবির গাজী (মাতৃভূমির খবর), মোঃ জহিরুল হক আকন (মাতৃজগত), দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন রিয়াজ (আলোকিত বরিশাল), সহ-দপ্তর সম্পাদক মোঃ শামীম আহম্মেদ (মানবজমিন), প্রচার সম্পাদক খান মেহেদী (সময় এক্সপ্রেস নিউজ), ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল হাওলাদার (সংবাদ পত্র), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল মৃধা (বাংলাদেশ বাণী), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম আলিম (আমার সংগ্রাম), অর্থ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রাকিব (ঢাকার কণ্ঠ), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদ (আজকের গণমত), মহিলা বিষয়ক সম্পাদক নিলুফা আক্তার তানিয়া (প্রাণের বাংলাদেশ), স্বাস্থ্য সম্পাদক মোঃ সোহেল (দি বরিশাল নিউজ), পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোনায়েম খান খোকন (সময় এক্সপ্রেস নিউজ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুব আকন (একুশে বিডি), নির্বাহী সদস্য মোঃ মাসুদ সিকদার (নয়া শতাব্দী)।
নির্বাহী সদস্যরা হলেন আহমেদ কাওছার ক্ষৌণিশ (মহাকাল), আল-আমিন মিরাজ (যুগান্তর), মোঃ দানিসুর রহমান লিমন (আমার সংবাদ), খান মোহাম্মদ সেলিম (ভোরের অঙ্গীকার), মোঃ জুয়েল তালুকদার (যুগান্তর), মোঃ জাকির জোমাদার (স্বচ্ছ টিভি), মোঃ বায়েজিদ বাপ্পি (আনন্দ টিভি) ও উত্তম কুমার (এশিয়ান টিভি)।

বিএমএসএফ আশা করে নবগঠিত বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃত্বে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে দেশব্যাপী জোড়ালো ভুমিকা রাখবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon