আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
বাকেরগঞ্জ বিএমএসএফ’র পক্ষ থেকে বরিশাল জেলা’র নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক ॥
রবিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টায় বরিশাল বিএমএসএফ’র জেলা কার্যালয়ে বাকেরগঞ্জ নবনির্বাচিত কমিটির পক্ষথেকে জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। পরে বিএমএসএফ’র বরিশাল জেলার সভাপতি মোঃ শামীম হোসেন শেখ এবং সাধারণ সম্পাদক মোঃ আফছার উদ্দিন মৃধা’র স্বাক্ষরিত অনুমোদনপত্র বাকেরগঞ্জ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেয়া হয়।
বাকেরগঞ্জ উপজেলা বিএমএসএফ’র কমিটিতে মোঃ জিয়াউল হক আকনকে (দৈনিক জনকণ্ঠ) সভাপতি, এসএম পলাশকে (বাংলা টিভি) সাধারণ সম্পাদক এবং মুহা. সফিক খানকে (দৈনিক সকালের বার্তা) সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ গোলাম মোস্তফা (দৈনিক ইত্তেফাক), অরুন দাস (বাংলাদেশ বাণী), মোঃ বশির আহম্মেদ (দেশ জনপদ), যুগ্ম সাধারনণ সম্পাদক মোঃ মহেবুল্লাহ (দেশ জনপদ), মাহফুজ খান (তালাশ), কবির গাজী (মাতৃভূমির খবর), মোঃ জহিরুল হক আকন (মাতৃজগত), দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন রিয়াজ (আলোকিত বরিশাল), সহ-দপ্তর সম্পাদক মোঃ শামীম আহম্মেদ (মানবজমিন), প্রচার সম্পাদক খান মেহেদী (সময় এক্সপ্রেস নিউজ), ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল হাওলাদার (সংবাদ পত্র), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল মৃধা (বাংলাদেশ বাণী), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম আলিম (আমার সংগ্রাম), অর্থ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রাকিব (ঢাকার কণ্ঠ), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদ (আজকের গণমত), মহিলা বিষয়ক সম্পাদক নিলুফা আক্তার তানিয়া (প্রাণের বাংলাদেশ), স্বাস্থ্য সম্পাদক মোঃ সোহেল (দি বরিশাল নিউজ), পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোনায়েম খান খোকন (সময় এক্সপ্রেস নিউজ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুব আকন (একুশে বিডি), নির্বাহী সদস্য মোঃ মাসুদ সিকদার (নয়া শতাব্দী), আহমেদ কাওছার ক্ষৌণিশ (মহাকাল), আল-আমিন মিরাজ (যুগান্তর), মোঃ দানিসুর রহমান লিমন (আমার সংবাদ), খান মোহাম্মদ সেলিম (ভোরের অঙ্গীকার), মোঃ জুয়েল তালুকদার (যুগান্তর), মোঃ জাকির জোমাদার (স্বচ্ছ টিভি), মোঃ বায়েজিদ বাপ্পি (আনন্দ টিভি) ও উত্তম কুমার (এশিয়ান টিভি)।
উল্লেথ্য, দেশব্যাপী সাংবাদিকদের ১৪ দফা দাবী আদায়ের লক্ষে বিএমএসএফ প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।