আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
বাবুগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আর নেই
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা রেশমা রহমান আইরিন (৪০) ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। একইদিন রাতে আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রামে মরহুমার পৈত্রিক বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।