আজ বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
বিআরইউ’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক ॥
কেক কেটে বরিশাল বিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারী) শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে দুপুর সাড়ে ১২ টায় এ কেক কেটে ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বিআরইউর সহ-সভাপতি গাজী শাহ রিয়াজের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি আনিসুর সহমান স্বপন, সুশান্ত ঘোষ, মোঃ আলী খান জসিম, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সাধারণ সম্পাদক কামাল মাসুদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ।
আলোচনা সভা শেষে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এর বরিশালের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদি হাসান বরিশাল রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপরই কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ অলিউল ইসলাম, আরিফ সুমন, প্রচার ও দপ্তর সম্পাদক রাসেল হোসনে, সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক আল-আামিন জুয়েল, সদস্য তন্ময় তপু, টিটু দাস, জিয়াউল করিম মিনার, মহসীন সুজন, আবুল বাশার, এন আমিন রাসেল, বায়জিদ পান্নু, আমিন শুভ, আমিনুল ইসলাম সোহাগ, জহির রায়হান।
এছাড়াও উপস্থিত ছিলেন- অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের বরিশাল প্রতিনিধি শাওন খান, দৈনিক মতবাদের চিত্র সাংবাদিক জুয়ের রানা, দৈনিক দেশ জনপদের চিত্র সাংবাদিক উজ্জল মুন্সী, বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন, দৈনিক বরিশাল কাগজের চিত্র সাংবাদিক আকিবুল ইসলাম আকিবসহ বরিশালে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রোনিক, প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সংবাদকর্মীরা।