আজ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
আওয়ামী লীগ নেতা ও বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলাল মৃধা গুরুতর অসুস্থ্য হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গতবছর তার ক্লোন ক্যান্সার ধরা পড়ে। এরপরে ঢাকা এবং ভারতের হাসপাতালে তাকে ২৮টি ক্যামো থেরাপি দেওয়া হয়। বর্তমানে তার শারিরীক অবস্থার অনেকটাই অবণতি হয়েছে। তার জন্ডিস ধরা পড়েছে এবং বিলুরুবিনের মাত্রা ২৫।
গুরুতর অসুস্থ হওয়ায় গত কয়েকদিন ধরে তাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি জানান, কাউন্সিলর দুলালের অবস্থা বেশ আশঙ্কাজনক। তিনি বরিশালবাসীর কাছে কাউন্সিলর দুলালের সুস্থ্যতা চেয়ে দোয়ার আবেদন করেছেন।
এদিকে, তার পরিবার এলাকাবাসীসহ দেশবাসীর কাছে দুলাল মৃধার আশু রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে জনগণের খেদমত করার সুযোগটুকু করে দেন।
উল্লেখ্য, তিনি বরিশাল মহানগর কলেজ ও পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, টিটিসি এবং টিটিসি লেন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কাজের সাথে সম্পৃক্ত আছেন।