আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন
বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থীদের তিনজন উচ্চ শিক্ষিত, একজন এইচএসসি, দু’জন স্বশিক্ষিত পাস
নিজস্ব প্রতিবেদক॥
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৬ মেয়র প্রার্থী মনোনয়নপত্রের সাথে প্রয়োজনীয় তথ্যের কাগজপত্র জমা দিয়েছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত হলফনামার তথ্যানুযায়ী, বৈধ ৬ প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার নিজেদেরকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই’র শিক্ষাগত যোগ্যতা কামিল পাস (স্নাতকোত্তর ডিগ্রির সমমান)। বিসিসি’র সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রূপণ মাস্টার্স পাস।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তপন বিএসসি ডিগ্রিধারী। জাকের পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমান বাচ্চু বাণিজ্য বিভাগে এইচএসসি পাস।
অপরদিকে, মনোনয়নপত্র বাতিল হওয়া ৪ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান বিএ, নেছার উদ্দীন ডিগ্রি, সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের দাওরায়ে হাদিস ও মোঃ লুৎফুল কবির এসএসসি পাস করেছেন।
বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা চালাবে প্রার্থীরা। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইভিএম নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হবে।
এদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ মে এবং ভোটগ্রহণ হবে ১২ জুন। তবে প্রার্থীরা ১৯ থেকে ২১ মে পর্যন্ত আপিল করতে পারবেন। প্রার্থীদের আপিলের বিষয়ে ২২ থেকে ২৪ মে পর্যন্ত নিষ্পত্তি করার দিন ধার্য রয়েছে।
উল্লেখ্য : এবারের সিটি নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার দুই শত ৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন ও পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।