আজ বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
বিসিসি নির্বাচন : বেসরকারিভাবে আবুল খায়ের আবদুল্লাহ মেয়র নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। তিনি বেসরকারি ফলাফল অনুযায়ী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
সোমবার (১২ জুন) রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এ ফলাফল ঘোষণা করেন। ১২৬টি কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফলাফলে নৌকা পেয়েছে নৌকা ৮৬ হাজার ৯৯৭ ভোট, আর চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩০৭ ভোট। মোট ভোট পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৪৫। সে হিসাবে অর্ধলাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী।
এদিকে, আজ অনুষ্ঠিত বরিশাল ও খুলনা সিটি করপোরশন নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করেছে প্রধান প্রতিদ্বন্দ্বী চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। একই সঙ্গে আসন্ন সিলেট ও রাজধানী সিটি করপোরেশন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে ভোট বয়কটের ঘোষণা দিয়েছে দলটি।
বরিশালে মেয়ার প্রার্থীর ওপর হামলা ও দুই সিটি করপোরেশনেই অনিয়মের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে তারা। প্রতিবাদে আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভেরও ডাক দিয়েছে।