আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পূর্ব দিকে মেঘনা নদী এবং পশ্চিম দিকে তেতুলিয়া নদী। এর মধ্যে মেঘনা নদীতে বালু মহাল থাকলেও তেতুলিয়া নদীতে বালু মহাল ইজারা নেই। আর অবৈধ বালু ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগিয়ে তেতুলিয়া নদী থেকে অবৈধ ভাবে বালু তুলে কোটিপতি বনে যাচ্ছে। অভিযোগ রয়েছে, এদেরকে প্রশ্রয় দিচ্ছে কতিপয় প্রভাবশালী ব্যক্তিবর্গ।
সোমবার (১৮ সেপ্টেম্বর, ২০২৩) বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকির বাড়ি চৌরাস্তা নামক স্থানে জয়া-বোরহানউদ্দিন সড়কে অবৈধ ভাবে বালু ড্রেজার পাইপ বসিয়ে বালু সরবরাহ করার সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের আগমন টের পেয়ে ড্রেজারের লোকজন পালিয়ে যায়।
একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান কুতুবা ইউনিয়ন পরিষদের চৌকিদারদের মাধ্যমে রাস্তার উপর স্থাপিত ড্রেজার পাইপ ও তার আনুষাঙ্গিক মালামাল সরিয়ে রাস্তায় গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেন। খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামানকে স্থানীয় লোকজন আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং পরবর্তীতে যেন অবৈধ বালু ব্যবসায়ীরা এ ধরণের রাস্তা অবরোধ করে বালু তুলতে না পারে সে বিষয়টি দেখার অনুরোধ করেন।
এ অনুরোধে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, প্রশাসনের লোকজন সব সময় আপনাদের পাশে থাকবে। যে কোন অবৈধ কাজ হউক না কেন আপনারা প্রশাসনকে জানাবেন এবং আমরা সেটার ব্যবস্থা নেব।
উল্লেখ্য, এই জয়া-বোরহানউদ্দিন রোডের ফকির বাড়ির চৌরাস্তা নামক জায়গাটি নদী ভাঙ্গনকবলিত। এ নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ এবং ব্লক দিয়ে নদী ভাঙ্গন রোধে বর্তমান সরকার উদ্যোগ নিয়ে দুটি ইউনিয়নকে রক্ষা করেছে। কিন্তু কতিপয় অসাধু ব্যক্তি অবৈধভাবে বালুর ড্রেজার পাইপ বসিয়ে বালু সরবরাহ করার কারণে এই বাঁধটি হুমকির মুখে।
স্থানীয় লোকজন এ প্রতিবেদককে বলেন, কতিপয় অসাধু ব্যক্তির ব্যবসার জন্য আমাদের দীর্ঘদিনের নদী ভাঙ্গন রোধে সরকারের দেওয়া ব্লক ও জিও ব্যাগ সরে গিয়ে আবারও নদী ভাঙ্গনের মুখে পড়তে হবে। আমাদের দুটি ইউনিয়নের চলাচলের রাস্তা এটি। আমাদের ছেলে-মেয়েরা লেখাপড়ার জন্য স্কুল-কলেজে যাওয়া এবং বোরহানউদ্দিন উপজেলা সদরে যাওয়ার রাস্তা এটি। আমরা অবৈধ বালু ব্যবসায়ীদের শাস্তির দাবি জানাচ্ছি।