আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
বোরহানউদ্দিনে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে স্টেকহোল্ডার মতবিনিময় সভা

বোরহানউদ্দিনে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে স্টেকহোল্ডার মতবিনিময় সভা

বোরহানউদ্দিনে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে স্টেকহোল্ডার মতবিনিময় সভা

মো. মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে স্টেকহোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান’র সভাপতিত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে স্টেকহোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, বোরহানউদ্দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড় মানিকা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, দেউলা ইউপি চেয়ারম্যান এ্যাডঃ আসাদুজ্জামান বাবুল, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সদস্য মহিউদ্দিন আজিম, নৌ পুলিশ এসআই মন্টু কুমার দাসসহ আরও অনেকে।

অনুষ্ঠানের সভাপতি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, তিনি বলেন প্রশাসনের একার পক্ষে অভিযান সফল করা কষ্টসাধ্য। তিনি ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা একান্ত কাম্য বলে মনে করেন। কারণ, জেলেদের জন্য অবরোধকালীন চাল বিতরণ নিশ্চিত করেন চেয়ারম্যানগন, তাই তারা যদি জেলেদেরকে পরামর্শ প্রদান করেন এবং মা ইলিশ সংরক্ষণের তাৎপর্য তুলে ধরেন তাহলে জেলেরা নদীতে মা ইলিশ শিকারে নিরুৎসাহিত হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে তাদের নিজস্ব মতামত ব্যাক্ত করেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon