আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
মো. মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধি:
“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ অক্টোবর, ২০২৩) সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রেজাউল করিম রাজীব, পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাসুম আহমেদ, পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল, পিআইও কর্মকর্তা সোহেল হোসেনসহ আরও অনেকে।