আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
মো. মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ হলরুমে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকসহ আরও অনেকে।