আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
বোরহানউদ্দিনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
“সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন (বাজুস) এর ৫৮ বছর পূর্তি উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাজুসের কেন্দ্রীয় কমিটির সভাপতি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনবির এর নির্দেশে সারাদেশে একই সাথে পালিত হলো র্যালী ও আলোচনা সভা।
সোমবার (১৭ জুলাই) বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা জুয়েলারী ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুডপার্ক চায়নিজের সামনে এসে শেষ হয়। পরে ফুড পার্কে কেক কেটে আলোচনা সভার উদ্বোধন করেন, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু বিল্টু চন্দ্র দাস।
বোরহানউদ্দিন জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস) এর সভাপতি বাবু বিল্টু চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা বাবু লিটন চন্দ্র দাস, বাবু শ্যামল পোদ্দার, সাধারণ সম্পাদক নূরে আলম, সাংবাদিক বাবু ইন্দ্রজিৎ দে, সাংবাদিক মনিরুজ্জামানসহ বাজুস’র সদস্যবৃন্দ।