আজ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
বোরহানউদ্দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান সম্পন্ন
ভোলা জেলা প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ ছোট মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে ১২ নং দক্ষিণ ছোট মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীনাক্ষী রানী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ছোট মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালেয়র ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ অলি উল্লাহ পাটোয়ারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ এমরান হোসেন, শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক মোঃ মহিউদ্দিন আজিম, মোঃ বিল্লাল হোসেনসহ অনেকে। সবশেষে শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।