আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন
মো. মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন থানার উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর, ২০২৩) বেলা ১১টায় বোরহানউদ্দিন থানা কমপ্লেক্সের অফিসার ইনচার্জ’র অফিসকক্ষে বোরহানউদ্দিন থানার উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় ভার্চ্যুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি (কমিউনিটি এন্ড বিট পুলিশিং) মো: মিলন, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকা। এছাড়াও উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: মনির হোসেন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌর ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জোহেব হাসান, বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার মো: রাহান মিয়া, এসআই মো: মানিক, এসআই মো: মঞ্জুর আলম, এসআই মনির হোসেনসহ বোরহানউদ্দিন প্রেসক্লাবের সদস্য মো: মহিউদ্দিন আজিম, মো: জহিরুল ইসলাম বাপ্পি, আজকের পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ আরও অনেকে।