আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
মুক্তিযোদ্ধা নেছার উদ্দিন তালুকদার আর নেই
নিজস্ব প্রতিবেদক॥
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি নেছার উদ্দিন তালুকদার (৭১) বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু গভীর শোক প্রকাশ করেছেন।