আজ রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
ভোলা জেলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে একটি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর, ২০২৩) সকালে হোসনে আরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট একতলা ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে।
এসময় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, দেশের উন্নয়নে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র ভরসার স্থান। শেখ হাসিনা সরকারের আমলেই দেশের প্রতিটি খাতে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। একইসাথে সরকার জনগণের অধিকার নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগ আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।