আজ বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া হাসিনাকে কড়া বার্তা দিলেন ড. ইউনূস আউয়াল কমিশনের পদত্যাগ নলছিটির দপদপিয়ায় বিএনপি নেতা রিমনের চাঁদাবাজী ও দখল বাণিজ্যের অভিযোগ সাবেক আইজিপি মামুন ৮, শহীদুল ৭ দিনের রিমান্ডে বিএনপি আমলে ছাত্রলীগ পরিচয়ে বরখাস্তদের নেতৃত্বে গড়ে ওঠে ‌‘পুলিশ লীগ’ বাংলাদেশে ভয়াবহ বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু : ইউনিসেফ সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্নার লাশ নিয়ে নতুন তথ্য দিল মেঘালয় পুলিশ রিমান্ডে যে সব চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান জামায়াত-শিবিরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না : টিআইবি
সমকামিতা অপরাধ নয়, পাপ : পোপ ফ্রান্সিস

সমকামিতা অপরাধ নয়, পাপ : পোপ ফ্রান্সিস

 

সমকামিতা অপরাধ নয়, পাপ : পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক ॥

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস সমকামিতাকে অপরাধ হিসেবে মানতে চান না। যেসব দেশ এটিকে অন্যায় বলে আইন করেছে তিনি তাদের সমালোচনা করেছেন।

পোপ ফ্রান্সিস বলেন, ঈশ্বর তার সমস্ত সন্তানকে, ঠিক তারা যেমন, তেমন করেই তাদের ভালোবাসেন। ক্যাথলিক বিশপ, যারা আইনটি সমর্থন করেন তাদের প্রতি তিনি আহ্বান জানান, যেন তারা সমকামী সম্প্রদায়ের লোকদের গির্জায় স্বাগত জানান।

মঙ্গলবার বার্তা সংস্থা এপির সঙ্গে এক সাক্ষাত্কারে পোপ বলেন, ‘সমকামী হওয়া কোন অপরাধ নয়।’

ফ্রান্সিস স্বীকার করেছেন বিশ্বের কিছু কিছু অংশে ক্যাথলিক বিশপরা এমন আইন সমর্থন করেন, যা সমকামিতাকে অপরাধী হিসেবে গণ্য করে।

তবে অপরাধ বা ক্রাইম না বললেও সমকামিতাকে পাপ কাজ বলে উল্লেখ করেছেন পোপ ফ্রান্সিস। তিনি সাংস্কৃতিক পটভূমিতে এই ধরনের মনোভাবকে দায়ী করে বলেন, প্রত্যেকের মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশেষ করে বিশপদের একটি পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

দ্য হিউম্যান ডিগনিটি ট্রাস্টের মতে, বিশ্বব্যাপী প্রায় ৬৭টি দেশ কিংবা বিচারব্যবস্থায় সম্মতিমূলক সমকামী যৌন কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এর মধ্যে ১১টি দেশে এই অপরাধে মৃত্যুদণ্ডের বিধান আছে।

বিশেষজ্ঞরা বলছেন, যেখানে আইন প্রয়োগ করা হয় না, সেখানেও সমকামীদের বৈষম্যের দৃষ্টিতে দেখা হয়।

যুক্তরাষ্ট্রে ২০০৩ সালের সুপ্রিম কোর্টের রায়ে সমকামিতার বিরুদ্ধে আইনকে অসাংবিধানিক ঘোষণা করা সত্ত্বেও এখনও এক ডজনেরও বেশি রাজ্যে তাত্ত্বিকভাবে অ্যান্টি-সোডোমি আইনের উল্লেখ রয়েছে।

ফ্রান্সিস ক্যাথলিক চার্চের প্রশ্নোত্তর উদ্ধৃতি দিয়ে বলেছেন, সমকামীদের অবশ্যই এখানে স্বাগত জানাতে হবে এবং তাদের যথাযথ সম্মান করতে হবে। তাদের একঘরে করে রাখা কিংবা তাদের প্রতি বৈষম্য করা উচিত নয়।

পোপ ফ্রান্সিস আরও বলেন, সমকামিতার ক্ষেত্রে অপরাধ এবং পাপের মধ্যে পার্থক্য করা দরকার।

২০০৮ সালে ভ্যাটিকান জাতিসংঘের একটি ঘোষণায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিল। ওই ঘোষণাতে জাতিসংঘ সমকামিতাকে অপরাধমুক্ত করার আহ্বান জানিয়েছিল। সূত্র : এপি

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon