আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

 

সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

পল্লী জনপদ ডেস্ক॥

রমজানের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে, যে কারণে মধ্যপ্রাচ্যের দেশটিতে রোজা রাখা শুরু হবে বৃহস্পতিবার।

মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস শুরু হচ্ছে বৃহস্পতিবার। দেশটির মুসলমানরা সেদিন থেকে রোজা রাখা শুরু করবেন বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।

সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার রাতে খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে। ইসলামিক মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়। মাসের শুরু এবং শেষ চাঁদ দেখার উপর নির্ভর করে।

মুসলমানরা চান্দ্র মাসের পঞ্জিকা অনুসরণ করেন, যেখানে ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিনে বছর হিসাব করা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী পঞ্জিকার দশম মাস রমজানের শুরু হয়।

খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করতে আবার বৈঠক করবে।

এর আগে, মঙ্গলবার সৌদি আরব স্থানীয় মুসলমানদের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। কেউ রমজানের চাঁদ দেখলে তাকে কাছের আদালতে রিপোর্ট করতে এবং পর্যবেক্ষণ নিবন্ধন করতে বলা হয়েছিল

বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার সন্ধ্যায় বৈঠকে বসবে। রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে সেখানে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon