আজ শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
২১টি মোবাইল ফোন উদ্ধার
পল্লী জনপদ ডেস্ক॥
হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে জেলা পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
তিনি বলেন, গত ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে জেলায় বিভিন্ন থানায় যেসব মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জিডি হয়েছে তার মধ্যে ২১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সাধারণত থার্ডপার্টির মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, এনিয়ে গত এক বছরে ৭২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। চুরি যাওয়া অধিকাংশ মোবাইল ফোন সেট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অনলাইন সাইটের মাধ্যমে হাতবদল হয় বলে জানিয়েছেন পুলিশের আইসিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। পরবর্তীতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেট হাতে পেয়ে খুশি বাকেরগঞ্জের শিউলী আক্তার জানান, তিনি মোবাইল ফেরত পাবেন এরকম আশা ছেড়েই দিয়েছিলেন।