আজ রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
২১ ড্রাম জাটকাসহ আটক-২
নিজস্ব প্রতিবেদক॥
পিকআপ ভর্তি ২১ড্রাম জাটকা জব্দসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর ব্রিজের ওপর এ অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালতলী থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পিকআপ ভর্তি ২১ ড্রাম জাটকাসহ পিকআপের চালক সাধন সরদার ও সহযোগি আব্দুর রহমান রিমনকে আটক করা হয়। আটককৃতর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।