আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন
৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই
নিজস্ব প্রতিবেদক ॥
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইছলাদি টোল প্লাজায় অভিযান চালিয়ে প্রাইভেটকার ভর্তি ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- বানারীপাড়া উপজেলার উত্তরফুল গ্রামের মৃত সাত্তার বেপারীর ছেলে মনির বেপারী ও প্রাইভেটকার চালক গাজীপুরের সালদহপাড়ার আনোয়ার হোসেনের ছেলে খোরশেদ আলম।
রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন জানান, সড়কপথে মাদকের একটি বড় চালান নগরীতে ঢুকছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে পাঁচটার দিকে ইছলাদি টোল প্লাজায় অবস্থান নেয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
পরবর্তীতে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৩৫ কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গাঁজাবহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।