আজ বুধবার, ১৬ Jul ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
তারেক-জুবাইদার মামলায় বিচার নিরপেক্ষ ছিল না : হাইকোর্ট মধ্যরাতে চরমোনাই দরবারে এনসিপির নাহিদসহ কেন্দ্রীয় নেতারা স্বচ্ছতায় ভূয়সী প্রশংসায় ভাসছেন ধর্ম উপদেষ্টা দাবি আদায়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফ্যাসিস্ট সরকার পালালেও দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি : শায়খে চরমোনাই বাকেরগঞ্জে অজ্ঞান করে ঘরের সর্বস্ব লুট! ঘটনাস্থলে জামায়াত নেতৃবৃন্দ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অসুস্থ আইনজীবী খায়ের’র খোঁজ নিতে হাসপাতালে জামায়াতের জেলা আমীর মিটফোর্ডের ঘটনা ‘আইয়ামে জাহেলিয়াতকেও হার মানানো বর্বরতা’ : চরমোনাই পীর রাজধানীতে নৃশংস হত্যার ঘটনায় ২ আসামি রিমান্ডে : বিএনপির ৩ অঙ্গ সংগঠনের ৫ জন বহিষ্কার
আজ পহেলা আষাঢ়

আজ পহেলা আষাঢ়

আজ পহেলা আষাঢ়

পল্লী জনপদ ডেস্ক ॥

জ্যৈষ্ঠের খরতাপের পর ঋতুতে এসেছে আষঢ় মাস। আষাঢ় এনে দিয়েছে বর্ষাকালের প্রথম পর্ব। আষাঢ়-শ্রাবণ দুই মাস মিলে বর্ষাকাল। বর্ষার আশীর্বাদে প্রাণ ফিরবে প্রকৃতিতে। ধূসর প্রকৃতিতে প্রাণের স্পন্দন জাগায় বর্ষা। গ্রীষ্মের শেষভাগে তীব্র দাবদাহে পুড়ছিল দেশ; অতিরিক্ত গরমে মানুষের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আষাঢ়ের বর্ষণ যেন ফুল-ফসল ও জনমানবকে এনে দিবে স্বস্তি। গরমে বৈরী প্রভাব থেকে মুক্ত হবে প্রকৃতি। আষাঢ়কে স্বাগত জানাতে এরই মধ্যে ফুটেছে কদম ফুল। আষাঢ়ে বাংলার প্রকৃতি সাজবে নবরূপে। বর্ষার সৌন্দর্যে বিমোহিত হয়ে উঠবে পরিবেশ। বর্ষায় খালে-বিলে ফোটে শাপলা-শালুক। বাঙালির আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে আষাঢ়। আষাঢ় মাসের বৃষ্টির উজ্জ্বল উপস্থিতি রয়েছে গান-কবিতায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ‘ঐ আসে ঐ ঘন গৌরবে নবযৌবন বরষা, শ্যাম গম্ভীর সরসা’।

আষাঢ়ের আগমনকে নিয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, ‘রিমঝিম রিমঝিম ঘন দেয়া বরষে কাজরি নাচিয়া চল, পুর-নারী হরষে কদম তমাল ডালে দোলনা দোলে, কুহু পাপিয়া ময়ূর বোলে, মনের বনের মুকুল খোলে নট-শ্যাম সুন্দর মেঘ পরশে।’

বর্ষার প্রথম কদম ফোটা ও মেঘের গর্জনের মধ্য দিয়ে ফিরে এসেছে বাংলার ঋতুবৈচিত্র্য । এই দিনটি শুধু বর্ষার শুভ সূচনা নয়, বরং আমাদের সংস্কৃতি, শিল্প ও আবেগ-অনুভূতির অভিব্যক্তি।

গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে তাপমাত্রা কিছুটা বৈরী হলেও তবু আজকের আষাঢ়ের সূচনায় শুরু হয়েছে গতির পরিবর্তন। আকাশে ব্যাপক মেঘলা আভা আজকের আবহাওয়াকে দিয়েছে ছবির মতো সৌন্দর্য।

বাঙালির জীবনধারায় বর্ষাকাল এক অনন্য মাত্রা যোগ করে। গ্রামীণ জনপদে পহেলা আষাঢ় মানেই মাঠে-ঘাটে নতুন জীবনের আভাস, কৃষকের মুখে হাসি, ধানের চারা রোপণের প্রস্তুতি আর শিশির ভেজা সবুজ প্রকৃতির বিস্তার। শহরজীবনের এই দিনটির বিশেষ আবেদন আছে—কেউ কেউ স্মৃতির খাতা উল্টে বৃষ্টিভেজা স্কুলজীবনের কথা মনে করেন, কেউ বা জানালার পাশে বসে এক কাপ চায়ের সঙ্গে উপভোগ করেন বর্ষার ছোঁয়া। অন্যদিকে, বাংলা সাহিত্যে বর্ষা বারবার ফিরে এসেছে প্রেম, বিরহ, প্রকৃতি ও সংগ্রামের রূপক হয়ে। কবিতা, গান কিংবা গল্পের বড় অংশ জুড়ে রয়েছে বর্ষা।

পহেলা আষাঢ় ঘিরে আমাদের দেশে নানা আয়োজনও লক্ষ্য করা যায়। বিশেষ করে সাংস্কৃতিক সংগঠনগুলো বর্ষাবরণ উৎসবের আয়োজন করে গান, কবিতা, নৃত্য আর আবৃত্তির মাধ্যমে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon