আজ বুধবার, ১৬ Jul ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
পল্লী জনপদ ডেস্ক ॥
ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আল জাজিরা টিভির লাইভে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে জর্ডানের আকাশ পারি দিতে দেখা গেছে।
শনিবার মধ্যরাত ও রবিবার ভোরে ইহুদিবাদী ভূখণ্ডটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালায় ইরানি বাহিনী। এতে দুই শতাধিক মানুষ হতাহত হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে অন্তত আটজন নিহত হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। আহত হয়েছে আরও কমপক্ষে ২০০ জন। এছাড়াও আরও ৩৫ জন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, কয়েকডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এর সঙ্গে হাইব্রিড হামলাও শুরু করেছে দেশটি। পক্ষান্তরে ইসরাইলও তেহরানে হামলা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র জেরুজালেম এবং হাফিয়া শহর থেকে দেখা গেছে। সকল নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলের হামলার জবাবে গত শুক্রবার রাতে ইরান পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো ইসরাইলে হামলা চালাচ্ছে তেহরান।
ইসরায়েলি সেন্সরশিপ থাকলেও স্থানীয়দের ভিডিও ফুটেজে ধরা পড়েছে ধ্বংসযজ্ঞের দৃশ্য: হাইফার বিভিন্ন স্থানে আগুন, ধোঁয়া আর আতঙ্ক। প্রথম দফায় ইরান তেলআবিব ও আশপাশের এলাকায় ১৫০টিরও বেশি সামরিক ও গোয়েন্দা স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। এই হামলাগুলো সামরিক অবকাঠামো ধ্বংসের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করার কৌশলের অংশ বলে জানিয়েছে তেহরান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে অসহায় করে দেবে।” প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও সামরিক শীর্ষ কর্মকর্তারা তাঁর এই ঘোষণায় পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন, ইসরায়েল যতক্ষণ আগ্রাসন চালাবে, ইরান ততক্ষণ “নরকের দরজা খুলে” আঘাত হানবে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কর্মকর্তা কর্নেল (অব.) মাইকেল ডেভিড বলেন, এটা এত বড় মাত্রার হামলার ঘটনা, যা আমরা অতীতে দেখিনি।
শনিবার রাতে তেল আবিবের কাছাকাছি অবস্থিত রিশনের আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে দুজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে তিন মাস বয়সী এক শিশুও রয়েছে।
ওই এলাকার বাসিন্দা অভি গাতেনিও চ্যানেল ১২-কে বলেছেন, আমি বাচ্চাদের নিয়ে ঘুমাচ্ছিলাম। সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে আমরা নিচে নেমে নিরাপদ কক্ষে চলে যাই। এর পাঁচ মিনিট পর আমরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনি। তিনি জানান, পুরো এলাকায় ধ্বংসযজ্ঞ ঘটে গেছে। ওই বাসিন্দা বলেন, ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের কিছু হয়নি। আমাদের একটি আঁচড়ও লাগেনি।
উল্লেখ্য, শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপর ইসরায়েলে প্রতিশোধ নিতে শুরু করে তেহরান।
সূত্র: টাইমস অব ইসরায়েল, বিবিসি, আল-জাজিরা