আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালবাসি ও ২৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার অ শুভেচ্ছা জানিয়েছেন ২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ: মাসুদ খান।
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে মোঃ মাসুদ খান বলেন, সকল হিংসা বিবাদ ভুলে গিয়ে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব কুরবানী। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা আর বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সকলে মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।
ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।
কুরবানীর ঈদ ধনী গরীব নির্বিশেষে সকলের আনন্দের বার্তা বয়ে আনুক এই প্রত্যাশা ব্যক্ত করে বলেন পবিত্র এই দিনে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধ ও অবিচল অব্যাহত কামনা করছি।
এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সবার জন্য দোয়া প্রার্থনা করেছেন।