আজ বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
বাউফলের সন্তান পুলিশ সদস্যের রাজধানীর যাত্রাবাড়ীতে ‘রহস্যজনক’ মৃত্যু জুলাই আন্দোলনে শহীদ বাবার কবরের পাশেই মেয়ে লামিয়া সমাহিত শহীদ কন্যা লামিয়ার দাদার বিলাপ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, যুদ্ধের প্রস্তুতি পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস’র যোগদান ভয়াবহ দাবানলের কবলে ইসরাইল : আহত ৯, পুড়ছে ২৫০০ একর জমি ইউএনও রাসেলের পক্ষে সাফাই গাইতে মানববন্ধনের প্রস্তুতি জনপ্রিয়তা বাড়ছে, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান : দ্য উইক ম্যাগাজিন টিপুর জামিন গণমাধ্যম ও সাংবাদিকদের প্রথম বিজয় : বিএমএসএফ শিগগিরই অবৈধ সকল সরকারি ভূমি দখলমুক্ত করা হবে
উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বাঁধভাঙা আনন্দ

উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বাঁধভাঙা আনন্দ

উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বাঁধভাঙা আনন্দ

পল্লী জনপদ ডেস্ক ॥

এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষাবোর্ডের ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এবার পাস করেছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইউনুস আলী সিদ্দিকী সভাকক্ষে এ ফলাফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৮৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪১৬৭ শিক্ষার্থী।
গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ ৫ দুই-ই বেড়েছে। গত বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫ শতাংশ ও জিপিএ ৫ পেয়েছিল ৩৯৯৩ জন শিক্ষার্থী।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইনের প্রকাশিত ফলাফল পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র রয়েছেন ৩১ হাজার ৯৯৩ জন, ছাত্রী রয়েছেন ৩৪ হাজার ৯৪ জন।

এদের মধ্যে পাস করেছেন ৫৪ হাজার ৮৯ জন। যার মধ্যে ছাত্র রয়েছেন ২৪ হাজার ৩৬৭ জন, ছাত্রী রয়েছেন ২৯ হাজার ৭২২ জন। পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। একই সঙ্গে বরিশাল শিক্ষা বোর্ডে চার হাজার ১৬৭ জিপিএ ৫ পাওয়াদের মধ্যে ছাত্র ১৩৬৩ জন, ছাত্রী ২৮০৪ জন। জিপিএ ৫-এ ছাত্রীরা এগিয়ে রয়েছেন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘ফলাফল গত বছরের তুলনায় ভালো। এ কৃতিত্ব শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।’

ফলাফল প্রকাশ করার সময় উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব অধ্যাপক সোমনাথ মণ্ডল, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন, কলেজ পরিদর্শক অধ্যাপক ডক্টর লিয়াকত হোসেন, বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক রফিকুল ইসলাম।

মাদ্রাসা শিক্ষা বোর্ড এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯৩ দশমিক ৪০ শতাংশ পাসের হার নিয়ে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৭৯ হাজার ৯০৯ জন শিক্ষার্থী। এরমধ্যে ৪৬ হাজার ৪৩৩ জন ছাত্র ও ৩৯ হাজার ১২৫ জন ছাত্রী। এই বোর্ডে ৮৫ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এছাড়া কারিগরি বোর্ড ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৮৮ দশমিক ৯ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

এদিকে, আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে তাতে দেখা যায়, গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসেবে পাসের হারও কিছুটা কমেছে। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর অর্থাৎ, ২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সেই হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় দেশের ১১ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ একসাথে অনলাইন, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ করা হয়। এছাড়া আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলাফলের সারসংক্ষেপ প্রকাশ করে।

এবার ৯ হাজার ১৯৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon