আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
পল্লী জনপদ ডেস্ক ॥
অসামান্য সেবা দেওয়ার পাশাপাশি নির্ভীক ও সাহসিকতাপূর্ণ দায়িত্ব পালনের জন্য এ বছর মোট ৬২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়েছে। চারটি বিভাগে এই পদক প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ অনুষ্ঠান উদ্বোধন করেন। এই অনুষ্ঠানের অংশ হিসেবে মঙ্গলবার অধ্যাপক ইউনূস পুরষ্কার প্রদান করেন।
সরকারি তথ্য অনুসারে, ১৫ জন পুলিশ সদস্য বীরত্বের জন্য বিপিএম পদক পেয়েছেন এবং ১৩ জনকে সেবার জন্য বিপিএম পদক প্রদান করা হয়েছে। এছাড়াও, ১৩ জন কর্মীকে সাহসিকতার জন্য পিপিএম পদক প্রদান করা হয়েছে এবং ২১ জন তাদের বিশেষ সেবার জন্য পিপিএম পদক পেয়েছেন। বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) হল বাংলাদেশের পুলিশ সদস্যদের জন্য প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মঈনুল ইসলাম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক একেএম শহীদুর রহমান, অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কমিশনার হাসিব আজিজ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিবি-দক্ষিণ)-এর যুগ্ম কমিশনার মোহাম্মাদ নাসিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মো. আসফিকুজ্জামান আকতার, খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল, চট্টগ্রামের এসপি মো. সাইফুল ইসলাম সান্টু, ডিএমপি’র উপ-কমিশনার রওনক আলম, গাজীপুরের অতিরিক্ত এসপি আমিনুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের পরিদর্শক, আরআই আব্দুর রাজ্জাক আকন্দ, সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) শাহীনুল ইসলাম খান, সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), র্যাব-১৫, কক্সবাজারের হাবিলদার মো. সাইফুল ইসলাম ও ডিএমপি’র অধীনে বাংলাদেশ সচিবালয়ের কনস্টেবল মো. রুহুল আমিন ভূঁইয়া তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য বিপিএম পদক পেয়েছেন। তথ্য সূত্র : বাসস