আজ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

Logo
কিডনি রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে অসহায় বাবার আকুতি

কিডনি রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে অসহায় বাবার আকুতি

কিডনি রোগে আক্রান্ত ছেলেকে
বাঁচাতে অসহায় বাবার আকুতি

পল্লী জনপদ ডেস্ক ॥

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের এক সময়ের মেধাবী ছাত্র কিডনি রোগে আক্রান্ত রিফাদ সরদার (২২) বাঁচাতে বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন তার অসহায় বাবা।
সোমবার দুপুরে উপজেলার কাসেমবাদ গ্রামের বাসিন্দা বাবুল সরদার কান্নাজড়িত কন্ঠে বলেন, তার ছোট ছেলে রিফাদ ২০২১ সালে মাহিলাড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এইচএসসি পাশ করে। কর্মের সুবাদে তার সৌদির আরবে যাওয়ার কথা ছিলো।

গত একমাস পূর্বে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে প্রথমে বরিশাল এবং পরবর্তীতে ঢাকায় নেওয়া হয়। ঢাকার চিকিৎসকরা পরিক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন রিফাদের দুইটি কিডনিই ড্যামেজ। বর্তমানে সে (রিফাদ) ঢাকার শ্যামলী কিডনি হাসপাতালের চিকিৎসক তানবীর রহমানের তত্ত্বাবধানে আমার ভাইয়ের ছেলের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে।

তিনি (বাবুল) আরও জানান, নিজের একটি কিডনি ছেলেকে দিতে চাই। সেজন্য অপারেশন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ কমপক্ষে ৮-১০ লাখ টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু ছেলের চিকিৎসার জন্য নিজের জমানো সব টাকা খরচ হয়ে গেছে। টাকার জন্য ছেলেকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করাতে পারছিনা। তাই ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি। যোগাযোগের জন্য ০১৭৬৩০৯৮০৮৩, সহযোগিতার জন্য- ০১৮৩৭২৮৬৪৯৩ (বিকাশ)।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon