আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

Logo
চীনের প্রস্তাবিত হাসপাতাল বৃহত্তর বরিশালে স্থাপনের দাবি জোরাল হচ্ছে

চীনের প্রস্তাবিত হাসপাতাল বৃহত্তর বরিশালে স্থাপনের দাবি জোরাল হচ্ছে

চীনের প্রস্তাবিত হাসপাতাল বৃহত্তর বরিশালে স্থাপনের দাবি জোরাল হচ্ছে

পল্লী জনপদ ডেস্ক ॥

চীনের অর্থায়নে বাংলাদেশে তিনটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বৃহত্তর বরিশাল বিভাগের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রাণের দাবি এবং তারা মনে করেন বরিশাল সদর, ঝালকাঠি অথবা পটুয়াখালীতে এ হাসপাতাল স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। উন্নতমানের একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মিত হলে ভুটান, নেপাল ও চীনসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে ছাত্র-ছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসবেন। চিকিৎসাসেবা নিতে আসবেন। এখানকার মানুষও বিশ্বমানের চিকিৎসাসেবা পাবেন।

প্রস্তাবিত হাসপাতালের একটি ইতোমধ্যে রংপুর বিভাগে হওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি ২টির একটি বরিশাল বিভাগে প্রতিষ্ঠা করার দাবি জানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ভাবে। নদীমাতৃক বরিশালে চীনের প্রস্তাবিত হাসপাতাল নির্মিত হলে অবহেলিত দক্ষিণাঞ্চলের ২২ জেলাসহ সারা দেশের মানুষ উপকৃত হবে। ২২টি জেলার মানুষের আবাসভূমি দক্ষিণাঞ্চল আজও স্বাস্থ্যসেবাসহ সার্বিকভাবে থেকে গেছে অবহেলিত, বঞ্চিত ও উপেক্ষিত। একটি আধুনিক ও সুসজ্জিত হাসপাতাল এখানে নির্মিত হলে চিকিৎসা সেবা থেকে যে বঞ্চিত মানুষগুলো রয়েছে তারা চিকিৎসা সেবা পাবে, পাশের বিভাগ খুলনা তারা ওখান থেকে চিকিৎসা সেবা পাবে খুব দ্রুত গতিতে।

ঢাকায় অনেক বড় বড় চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। যেমন- আনোয়ার খান মডান, ইবনে সিনা হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ, বারডেম, ঢাকা মহানগর হসপিটাল,শহীদ সরোয়ারদী হসপিটাল, জাতীয় হৃদরোগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালসহ অনেক হসপিটালে রয়েছে। কিন্তু বরিশালে কোন মানসম্মত উন্নতমানের হসপিটাল না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এ বিভাগের ২২ জেলার মানুষ।

দক্ষিণাঞ্চলের অবহেলিত, বঞ্চিত ও উপেক্ষিত জনগণের একটি আধুনিক ও সুসজ্জিত হাসপাতাল এখানে শুধু দরকারই নয়, এটি এখন সময়ের দাবি।

তাছাড়া বরিশালে হাসপাতাল হলে দেশের অনেক সুবিধাও হবে। সড়কে যানজট এখন আতঙ্কের নাম, যা দেশের সরকার নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। বরিশালে হাসপাতাল হলে এই ২২ জেলার প্রায় ৬ কোটি মানুষের সমাগম ঢাকা শহরে হবে না। ফলে যানজট কিছুটা হলেও কমবে। তাছাড়া অর্থনৈতিক খাতেও অনেক লাভবান হওয়া যাবে।

এদিকে, চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বরিশাল বিভাগের ঐতিহ্যবাহী উপজেলা নলছিটিতে স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার নলছিটি উপজেলার মার্চেন্টস হাইস্কুলের সামনে সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ গণজমায়েতে অংশ নেন। বক্তারা বলেন, নলছিটিই এ হাসপাতাল স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। এই দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান তারা।

অপরদিকে, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল নামের একজন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘চিকিৎসাসেবায় বরিশালবাসী সর্বাধিক বঞ্চিত। চায়না ফ্রেন্ডশিপ হাসপাতালের সর্বোচ্চ দাবিদার বরিশাল।’

চীন সরকার এর অর্থায়নে বরিশাল বিভাগে একটি হসপিটাল নির্মাণের দাবিতে দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে শনিবার (১৯ এপ্রিল, ২০২৫) সকালে লিফলেট বিতরণ করা হয়। আগামীকাল রবিবার বেলা ১১ টায় বরিশাল নগরীর সদর রোডে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। মানববন্ধন কর্মসূচি পালন এবং সফল করার লক্ষে সবার অংশগ্রহণ কামনা করছে দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ।

পিছিয়ে পড়া দক্ষিণাঞ্চলে ‘বৈষম্য নিরসন ও জীবনযাত্রার মানোন্নয়ন এবং জনভোগান্তি নিরসনে’ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার মানববন্ধন করছে বৈষম্যবিরোধী দক্ষিণাঞ্চল কমিউনিটি, বৃহত্তর বরিশাল। কর্মসূচিতে বাংলাদেশ মৈত্রী হাসপাতালের তিনটির একটি বরিশালে স্থাপন করাসহ ৫ দফা দাবি জানানো হবে।

এর আগে ১৩ এপ্রিল স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে পর্যায়ক্রমে তিনটি অত্যাধুনিক হাসপাতাল তৈরি করবে চীনা বিনিয়োগকারীরা। তিস্তা প্রকল্পের আওতায় চীনের উপহারের হাসপাতাল বাংলাদেশের সঙ্গে ৫০ বছরের কূটনীতিক সম্পর্ক উপলক্ষে ১ হাজার শয্যাবিশিষ্ট তিনটি হাসপাতাল উপহার দেবে চীন সরকার। সেটি দেশের রংপুরে তৈরি করা হতে পারে এবং ১২ একর জায়গা নিয়ে স্থাপিত হবে এই হাসপাতালটি।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon