আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
পল্লী জনপদ ডেস্ক ॥
পটুয়াখালীর বাউফল উপজেলার ১৪ নং নওমালা ইউনিয়নের ০৬ ওয়ার্ডের আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের পূর্ব পাশের মাটির কাঁচা রাস্তার কাজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল ও বরিশাল জেলার সাবেক সভাপতি মোঃ আল আমিন খানের প্রচেষ্টায় শুরু হয়েছে।
দীর্ঘ ৩০ বছর পর বঞ্চিত-অবহেলিত জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাস্তা প্রশ্বস্তকরণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান মোসাঃ সেফালী আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আফছার উদ্দিন মৃধা, ০৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ খাইরুল ইসলাম, মোঃ রুহুল আমিন (টিএনটি), মাওলানা আব্দুল মতিন খান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মাটির কাজ চলমান দেখে এলাকার দলমত নির্বিশেষে এলাকাবাসী সকল মানুষের মুখে হাসি ফুটেছে।
উক্ত রাস্তাটি এলাকার হাজারো মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী ও জনস্বার্থে চলাচলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।