আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

Logo
দেশের মাটিতে পা রাখলেন বেগম খালেদা জিয়া, নেতাকর্মিদের উপচেপড়া ভীড়

দেশের মাটিতে পা রাখলেন বেগম খালেদা জিয়া, নেতাকর্মিদের উপচেপড়া ভীড়

দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া, নেতাকর্মিদের উপচেপড়া ভীড়

পল্লী জনপদ ডেস্ক ॥

চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ ৯ জন।

খালেদা জিয়া পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান সিঁথিসহ সফর সঙ্গীদের নিয়ে কাতারের আমিরের দেওয়া ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ করে মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বেগম জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) সকাল সাড়ে ১০টার কিছু পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত রয়েছেন দলটির হাজার হাজার নেতাকর্মী।

বিএনপি নেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত আছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। দলীয় চেয়ারপারসনকে একনজর দেখতে এবং তাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কে।

বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন ফুটপাতে। অনেকেই হাতে ফুল, ব্যানার-প্ল্যাকার্ড ও খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকা।

বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন খালেদা জিয়া। পথে যাতে ভিড়ের কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। চার মাস পরে আবার সেই বাহনেই দেশে ফিরলেন তিনি।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon