আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

Logo
নতুন আবহে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, মানুষের ঢল

নতুন আবহে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, মানুষের ঢল

নতুন আবহে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, মানুষের ঢল

পল্লী জনপদ ডেস্ক ॥

বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সকাল ৯ টায় শুরু হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

এবারের বর্ষবরণে আলোচনার কেন্দ্রে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত শোভাযাত্রা। এতদিন এই শোভাযাত্রা ‘মঙ্গল শোভাযাত্রা’ হিসেবে পালিত হলেও এবারে এর নাম পরিবর্তন করে করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

এতে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ ।

এবার ভিন্ন প্রেক্ষাপটে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এটাই প্রথম বাংলা নববর্ষ উদযাপন।

এবারের শোভাযাত্রায় ছোট বড় মিলিয়ে মোট ২১টি মোটিফ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘ফ্যাসিবাদী মোটিফ’। শনিবার ভোররাতে এই মোটিফে আগুন দেয়ার পর সেটা আবার নতুন করে তৈরি করা হয়।

এছাড়া শোভাযাত্রায় আছে, টাইপোগ্রাফিতে ৩৬ জুলাই, জাতীয় মাছ ইলিশ, ঘোড়া, বাঘ ও জুলাই আন্দোলনে নিহত মুগ্ধর পানির বোতলের প্রতিকৃতি।

ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে তরমুজের মোটিফ শোভাযাত্রায় যুক্ত করা হয়েছে।

সেইসাথে আছে সুলতানি ও মুঘল আমলের মুখোশ, ফ্যাসিবাদের মুখাকৃতি এবং নানা লোকজ চিত্রাবলীর ক্যানভাস।

শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমীর সামনের রাস্তা দিয়ে ফের চারুকলা অনুষদে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এই শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon