আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

Logo
ফুলপুরে মফস্বল সাংবাদিকদের উদ্যোগে ১ লক্ষ টাকা অনুদান

ফুলপুরে মফস্বল সাংবাদিকদের উদ্যোগে ১ লক্ষ টাকা অনুদান

ফুলপুরে মফস্বল সাংবাদিকদের উদ্যোগে ১ লক্ষ টাকা অনুদান

পল্লী জনপদ ডেস্ক ॥

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আহত ললিতা রানী (১৭) কে মফস্বল সাংবাদিকদের মাধ্যমে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন আব্দুল্লাহ আল মামুন নামে ডিজিটাল মার্কেটিংয়ের এক তরুণ উদ্যোক্তা। জানা যায়, ফুলপুর উপজেলার রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের দপ্তরি রবি দাসের কন্যা ললিতা রানী (১৭) কিছুদিন আগে সড়ক দৃর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। ওই দুর্ঘটনায় তার উরু ও নিতম্বের দুই পাশের পুরো মাংস ছিড়ে যায় এবং গভীর ক্ষতের সৃষ্টি হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অতঃপর তার চিকিৎসায় প্রতিদিন ৪ হাজার টাকার বেশী খরচ হতে থাকে। ললিতা রানীর পিতা দরিদ্র স্কুল দপ্তরি হওয়ায় ব্যয়বহুল সেই চিকিৎসা খরচ চালাতে ব্যর্থ হন। বর্তমানে সর্বশান্ত হয়ে টাকার অভাবে মেয়ের চিকিৎসা করতে পাচ্ছেন না, এমন সংবাদটি তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হাসানকে জানান এবং সহযোগিতা চান।

অত:পর বিষয়টি নিয়ে ওই সাংবাদিক তার ফেজবুক টাইম লাইনে “একটি মেয়ের বেঁচে থাকার আকুতি” শিরোনামে একটি পোস্ট করেন। যা দেখে ফুলপুর উপজেলার বাসিন্দা ডিজিটাল মার্কেটিংয়ের তরুণ উদ্যোক্তা পাউস কেয়ারের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ললিতা রানীর চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা অনুদান দিতে আগ্রহী হন।

মঙ্গলবার (০৩ জুন) বিকালে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ললিতা রানীর পরিবারের কাছে ওই টাকা হস্তান্তর করেন সাংবাদিকরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, মোস্তফা খান, সংগঠনের ফুলপুর শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, সম্মানিত সদস্য রেজা মুসাফির, খাদিমুল হাসান সুমন, পাউস কেয়ারের মেনেজার জিহাদ, আইসিটি কর্মকর্তা রাকিবুল হাসান, ললিতা রাণীর পিতা রবি দাস ও তার ভাই চন্দন রবি দাস।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon