আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

Logo
বরিশালে জিওপির ওপর জাপার হামলা, জি এম কাদেরসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে জিওপির ওপর জাপার হামলা, জি এম কাদেরসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে জিওপির ওপর জাপার হামলা, জি এম কাদেরসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা

পল্লী জনপদ ডেস্ক ॥

বরিশালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (৩১ মে) দিবাগত রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সাগর।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- জিএম কাদের (৬৫), মজিবুল হক চুন্নু (৬০), সাইদুল ইসলাম ট্যাপা (৫৫), রুহুল আমিন হাওলাদার (৬৫), রত্না আমিন (৫৫), হাফিজ উদ্দিন আহম্মেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ, মাসুদ উদ্দিন চৌধুরী, গোলাম কিবরিয়া টিপু, সেলিম ওসমান, আশরাফুজ্জামান আশু, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম জিন্নাহ, এমএ জলিল, মহাসিনুল ইসলাম হাবুল, মো. জুম্মান, অ্যাডভোকেট এস হাওলাদার, মুফতি আল মাহিস ও মাহমুদ সোহেল। এছাড়া আরো অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বাদী বলেন, শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে বরিশাল ফকির বাড়ী রোডের মুখে অবস্থান করে চা পান করি। এ সময় জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্য‍ালয় থেকে দলটির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। ওই মিছিলে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে কুটক্তিমূলক এবং সরকারের সমালোচনা করে বিভিন্ন শ্লোগান দেয়।

বাদী আরো বলেন, এই সময় আমরা তাদের বিনয়ের সাথে সরকারবিরোধী শ্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করলে বরিশাল মহানগর ও জেলা জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মী এবং আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা লোহার রড, বাশ, ইট নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

তাদের এলোপাথারী মারপিটে বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ.এম হাসান, বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের স‍াধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মিরাজুল ইসলাম, বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজী, বরিশাল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কে. এম মাঈনুল সহ গণঅধিকার পরিষদের আরো ১৫-২০ জন নেতা কর্মী গুরুতর আহত হন।

তিনি বলেন, তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশের সহায়ত আহতদের চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের হাসপাতালের ভর্তি রেখে চিকিৎসা প্রদান করেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরীর সদর রোডের ফকির বাড়ি রোডে অবস্থানকালে জাতীয় পার্টির একটি মিছিল বের হয়।

সেই মিছিল থেকে সরকারবিরোধী ও গণঅধিকার পরিষদের বিরুদ্ধে কটূক্তিমূলক স্লোগান দেওয়া হয়।

এ সময় তাদের আপত্তিকর স্লোগান বন্ধ করতে অনুরোধ করা হলে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ-সমর্থিত কিছু নেতাকর্মী লোহার রড, বাঁশ, ও ইট নিয়ে হামলা চালায়।

হামলায় গুরুত্বর আহত হন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মিরাজুল ইসলামসহ ১৫-২০ জন নেতাকর্মী।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, শনিবার বিকাল চারটায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ ওঠে৷ এতে জাতীয় পার্টির বরিশাল মহানগরের আহ্বায়কসহ ৫ জন আহত হওয়ার দাবি করে দলটির নেতাকর্মীরা।

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল আয়োজন করে দলটি। জাতীয় পার্টির অভিযোগ, দলীয় কার্যালয় থেকে সদর রোডে যাওয়ার পথে বেশ কয়েকজন এতে হামলা করে।

 

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon