আজ বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
পল্লী জনপদ ডেস্ক ॥
পাঠক নন্দিত জাতীয় দৈনিক বর্তমান এর বরিশাল ব্যুরো অফিসের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর অভিজাত রোস্তোরা হটপ্লেটে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশার ব্যুরো প্রধান মোঃ মামুন-অর-রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক বর্তমানের কান্ট্রি এডিটর মোঃ তাওহীদ। প্রধান আলোচক ছিলেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী।
এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল ব্যুরোর ফটো সাংবাদিক পারভেজ সরদার, উজিরপুর প্রতিনিধি নাজমুল হক মুন্না, বাকেরগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম, লালমোহন প্রতিনিধি নজরুল ইসলাম, ভান্ডারিয়া প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।
দৈনিক বর্তমানের সংবাদের মান ও সাংবাদিকদের প্রশংসা করে বক্তব্য রাখেন দৈনিক আজকের বরিশাল’র বার্তা সম্পাদক আমিনুল শাহীন, দৈনিক বরিশালের কাগজ’র বার্তা সম্পাদক মোঃ নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, ক্রাইম নিউজের সম্পাদক খন্দকার রাকিব, বরিশাল বাণী’র বার্তা সম্পাদক এম সাইফুল, স্টাফ রিপোর্টার খান ফিরোজ। পত্রিকার প্রচার প্রসার বাড়াতে ও উন্নয়নে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।