আজ বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
বরিশালে বিএনপির পদযাত্রা
নিজস্ব প্রতিবেদক ॥
কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসবে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি পদযাত্রা, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০ টায় সদর উপজেলার চড়বাড়িয় ইউনিয়নে পদযাত্রা শেষে কাগাশুরা এলাকায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম প্রমুখ।