আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

Logo
বরিশাল নগরীতে ঈদের প্রধান জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা

বরিশাল নগরীতে ঈদের প্রধান জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা

বরিশাল নগরীতে ঈদের প্রধান জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা

পল্লী জনপদ ডেস্ক॥

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বরিশালসহ সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা। শনিবার (০৭ জুন) সকাল সাড়ে ৭টায় বরিশাল নগরীর বান্দরোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

সকাল থেকেই ঈদের জামাতে অংশগ্রহণ করতে দলে দলে ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মুসল্লিগণ।

বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কায়ছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন।

এদিকে, নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। অপরদিকে, নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিগণ।

প্রধান ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া নগরের ৫ শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পশু কোরবানির মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon