আজ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

Logo
বিজয়ের মাস ডিসেম্বর শুরু

বিজয়ের মাস ডিসেম্বর শুরু

বিজয়ের মাস ডিসেম্বর শুরু

পল্লী জনপদ ডেস্ক ॥

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পৃথিবীর মানচিত্রে একটি নতুন ভূখণ্ডের স্বীকৃতি আদায়ের মাস। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলার দামাল সন্তানদের ছিনিয়ে আনা বীরত্বগাথা অর্জনের মাস ডিসেম্বর। কয়েক মাস আগে ছাত্র-জনতার বিজয়ের পর এবারের বিজয়ের মাসে থাকছে নতুন উদ্দীপনা। দেশে শান্তি-শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নে গণতন্ত্রের যে প্রত্যাশা তাও ধ্বনিত হবে দেশবাসীর মুখে।

বাঙালির হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। যার গৌরবোজ্জল সমাপ্তি ১৬ ডিসেম্বর। বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল-সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

২৪ বছরের পাকিস্তানি শাসন-শোষণ পদানত নয় রক্তক্ষয়ী যুদ্ধে; লিখিত হয় বীরত্বগাথা। বিজয়ের পূর্বমুহূর্তে দেশীয় দোসর রাজাকার-আলবদর, আল-শামসদের সহযোগিতায় মেধাবী-সন্তান-বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাযজ্ঞে মেতেও শেষ রক্ষা হয়নি হানাদার বাহিনীর। গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয়ে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাংলাদেশ।

শিক্ষক ও লেখক আনু মুহাম্মদ বলেছেন, ৭১’এর মুক্তিযুদ্ধ ছিলো দীর্ঘ লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। বাংলাদেশের মানুষ লড়াই করেছে একটা স্বাধীন দেশের জন্য। একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সংবেদনশীল ও মানবিক সমাজ তৈরির জন্য। মুক্তিযুদ্ধের যেঁ অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য ২৪’এর গণঅভ্যুত্থানের শক্তিটা তৈরি হয়েছে।

বিজয় দিবস ঘিরে প্রতিবছরই আড়ম্বর থাকে ডিসেম্বর মাসজুড়ে। গত ৫ আগস্ট, ছাত্র জনতার গণঅভূত্থানের পর এবারের বিজয় উদযাপন হবে নতুন উদ্দীপনায়। সরকারি-বেসরকারি আয়োজনে এবারের প্রত্যয় ভিন্ন। অভ্যুত্থানের পর বৈষম্যহীন দেশ গড়ার যে স্বপ্ন যাত্রা শুরু হয়, সেটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি সবার কণ্ঠে। মুক্তিযুদ্ধের সংগঠক ও ইতিহাসবিদদের মতে, এমন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন জাতীয় ঐক্যের।

আনু মুহাম্মদ আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশের ক্ষেত্রে ঐক্যের প্রধান শর্ত হচ্ছে বৈষম্যহীন রাজনীতি। যেমন: এদেশে শ্রেণি বৈষম্য, ধর্মীয় বৈষম্য, লিঙ্গীয় বৈষম্য ও জাতিগত বৈষম্য রয়েছে। সেজন্য বৈষম্যহীন বাংলাদেশের লড়াইটা হচ্ছে সকল মানুষের জন্য। তবে, এখানে সেসব রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি আসবে, যারা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে। সেই আকাঙ্ক্ষাটা জনগণের। সেই আকাঙ্ক্ষার পক্ষে লড়াই ও শক্তিটা বাড়ানোই হচ্ছে আমাদের কাজ।

প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাসে বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত হবে দেশবাসী। শ্রদ্ধা ও ভালোবাসায় মাথা নোয়াবে অগণিত বীরদের প্রতি। নানা আয়োজনে ধ্বনিত হবে, বিজয় গাঁথা আর সফল বাংলাদেশের স্বপ্ন।

মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ মরণপণ যুদ্ধের কাছে টিকতে না পেরে এবং বিশ্ব জনমতের চাপে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আত্মসর্পণ করতে বাধ্য হয়। এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বাংলাদেশ। ১৬ ডিসেম্বর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স) পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। রক্তক্ষয়ী এই মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon