আজ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিসহ ছয় দফা দাবিতে বৃহস্পতিবার সকালে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আয়োজনে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন। নগরীর বঙ্গবন্ধু উদ্যানের বিভাগীয় সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড দুলাল মল্লিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি খালেকুজ্জামান লিপন, বাসদেরর জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সংগ্রাম পরিষদের পটুয়াখালী জেলা শাখার সংগঠক এ্যাডভোকেট জহিরুল আলম সবুজ, বরিশাল জেলা শাখার সংগঠক মানিক হাওলাদার, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক প্রমুখ।