আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

Logo
বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থীর ওপর হামলায় আটক ১, চৌমাথায় হামলাকারীরা গ্রেফতার আতঙ্কে!

বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থীর ওপর হামলায় আটক ১, চৌমাথায় হামলাকারীরা গ্রেফতার আতঙ্কে!

বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থীর ওপর হামলায় আটক ১, চৌমাথায় হামলাকারীরা গ্রেফতার আতঙ্কে!

পল্লী জনপদ ডেস্ক ॥

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত স্বপনকে (৩৫) আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর বান্দ রোডের পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টার থেকে সেনাবাহিনী ও বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে।

এর আগে বিকেল থেকে স্বপনের ঘর ঘিরে রাখে ইসলামী আন্দোলনের একদল নেতাকর্মীসহ মুসল্লিরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মডেল থানার (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. কাওসার আহমেদ।

কাওসার আহমেদ বলেন, ২০২৩ সালে অনুষ্ঠিত বিসিসি নির্বাচনের দিন নগরীর কাউনিয়া মেইন রোডের একটি ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে চরমোনাই পীরের ওপর হামলা চালানো হয়। সেই হামলার মূলহোতা স্বপন। আমরা স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে বিকেল থেকে তার বাসা ঘিরে রাখি। এরপর পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে স্বপন ঘর থেকে বের হয়। তাকে নিরাপদে আটক করে থানার হাজতখানায় রেখেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।

জানা গেছে, নির্বাচনের একইদিন বিকেলে মেয়র প্রার্থী শায়খে চরমোনাই সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় আরএম স্কুলের ভোটকেন্দ্রে যাওয়ার সময় অতর্কিত হামলায় চালায় সন্ত্রাসীরা। শায়খে চরমোনাইর উপর কাউনিয়ায় হামলার ঘটনায় স্বপন গ্রেফতার হওয়ায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথায় হামলার ঘটনায় হামলাকারীরা গ্রেফতার আতঙ্কে রয়েছে বলে জানা গেছে ।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon