আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

Logo
ভারত চায় না ইউনূস সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকুক : ফয়জুল করীম

ভারত চায় না ইউনূস সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকুক : ফয়জুল করীম

 

ভারত চায় না ইউনূস সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকুক : ফয়জুল করীম

পল্লী জনপদ ডেস্ক ॥

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ভারত চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, ড. ইউনূস সরকারকে যারা নামাতে চান, তারা এ দেশের রাজনীতি করেন না, তারা দিল্লি ও ‘র’ এর রাজনীতি করেন। তারা দেশ, জনগণ ও মানবতার শত্রু।

শনিবার (২৪ মে) বিকেলে লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী এলাকায় এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, ভারত কোনো অবস্থাতেই চায় না ইউনূস বাংলাদেশের গদিতে থাকুক। ভারত সরকার কোনোভাবেই তাকে মেনে নিতে পারছে না। ইউনূস সরকার ভারতের গোলমি থেকে আমাদের মুক্তি করার চেষ্টা করছে। ভারতের গোলামি থেকে বের হওয়ার হাজারো চেষ্টা চালাচ্ছেন তিনি। এটি ভারত সহ্য করতে পারছে না। এজন্য ‘র’ আমাদের দেশের কিছু মানুষের ওপর সওয়ার হয়ে ক্ষমতার প্রলোভন দেখিয়ে তারা ইউনূস সরকারকে পদত্যাগ করার জন্য বাধ্য করাতে চাচ্ছে। তবে এ দেশের জনগণ সচেতন। কোনো অবস্থায়ই ‘র’ এর ফাঁদে জনগণ পা দেবে না।

‘ডিসেম্বরে নির্বাচনে দেওয়া উচিত’ সেনাপ্রধানের এমন বক্তব্য নিয়ে ফয়জুল করীম বলেন, সেনাপ্রধানের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। সেনাপ্রধান তার দায়িত্ব পালন করাই উচিত। সেনাপ্রধানের দায়িত্ব হলো দেশকে রক্ষা করা। দেশের রাজনীতি করা তার দায়িত্ব নয়।

করিডোর নিয়ে তিনি বলেন, ভারতের কোনো প্রেসক্রিপশন আমাদের দেশের জনগণ বাস্তবায়ন করবে না। যদি মানবিক করিডোর ভারতের পক্ষে হয়, আমরা নেই। যদি দেশের পক্ষে হয়, আমরা আছি। আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করবো, ভারতের স্বার্থে কাজ করবো না।

তিনি আরও বলেন, বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তৎকালীন নির্বাচন কমিশন আশ্বস্ত করেছিল, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। তাদের কথায় আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু তারা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। তৎকালীন সময় শেখ হাসিনার আপন ফুফাতো ভাইকে সরকার, সরকারি লোক, প্রশাসন সবাই মিলে অবৈধভাবে নির্বাচিত করিয়েছেন।

মুফতি ফয়জুল করীম বলেন, তখন আমরা মামলা করি নাই, কারণ তখন মামলা করা বৃথা। বিচারালয় সরকারের অধীনস্থ ছিল, সেখানে মামলা করলে আমরা ন্যায্য বিচার পেতাম না। যেহেতু অন্তর্বর্তী সরকারের সময় বিচারালয় নিরপেক্ষ, এজন্য আমরা মামলা করেছি, আশা করি আদালত আমাদের পক্ষে রায় দেবে। যদি আদালত আমাদের পক্ষে রায় না দেয়, তখন আমরা ও দেশের জনগণ দেখবে, যে আসলে দ্বৈতনীতি চলতেছে। এখানে আসলে আদালত বলতে কিছুই নেই, এখানে যারা চাপ খাটাতে পারে তাদের পক্ষেই রায় আসে। আর যারা চাপ দেয় না তাদের পক্ষে রায় আসে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নূরুল করীম আকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন, সেক্রেটারি জহির উদ্দিন, প্রচার ও দাওয়া সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপন প্রমুখ।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon