আজ শুক্রবার, ১৩ Jun ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥
আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) এ বরিশালে শতাধিক শ্রমজীবী মানুষকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে। ১ মে সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই ফ্রি ক্যাম্পের আয়োজন করে ইসলামী ব্যাংক হাসপাতাল। ফ্রি চিকিৎসাপত্র প্রদান, পরীক্ষায় কর্পোরেট ডিসকাউন্ট এবং ঔষধে বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হয়। তাছাড়া বেলা ১১টায় মে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতি ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আব্দুল রাজ্জাক, ইকবাল হোসেন, সার্ভিস এক্সিকিউটিভ আজিজুর রহমান অলিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় ইনচার্জ (আরসিসি) মামুন-অর-রশিদ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মার্কেটিং অফিসার জাকির হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন ফার্মেসি ইনচার্জ সাইফুল্লাহ মানছুর।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ বলেন, ১৯৯৮ সালে ৮৬তম আন্তর্জাতিক লেবার কনফারেেন্সে শ্রমিকদের স্বার্থে যে ৪টি মূলনীতি গৃহিত হয়েছে, তা আরো সহস্রাধিক বছর আগে কোরআন এবং হাদিসের মাধ্যমে মহান আল্লাহু ও তাঁর প্রিয় রাসুল (স:) বিবৃত করেছেন। কোরআন ও হাদিসে এত বেশী সুবিধার বর্নণা করা হয়েছে যে আন্তর্জাতিক লেবার কনফারেেন্সে শ্রমিকদের স্বার্থর গৃহিত মূলনীতিতে তার সিকিভাগও উল্লেখ নেই। তবে এসব সুবিধা ভোগ করতে হলে কিছু শর্ত পালন করতে হবে- ইহসান বা প্রতিজ্ঞা, ইতকান বা কর্মর প্রতি প্রচন্ড টান, একজন শ্রমিককে আমিন বা বিস্বস্ত হতে হবে, তার মধ্যে আমানতদারীত্বের অনুভূতি থাকতে হবে। সর্বোপরি তার কাজ আল্লাহর জন্য করতে হবে অর্থাৎ তার রোজগারের প্রতিটি পয়সা হালাল পথে উপার্জন করতে হবে এমন নিয়তে কৃত সকল কর্ম আল্লহর কাছে ইবাদত হিসেবে গন্য হবে।
তিনি আরো বলেন, যারাই শ্রম দিয়ে তার রুজি অর্জন করে তারাই শ্রমিক বা শ্রমজীবী। সে অর্থে আমরা সকলেই শ্রমিক। অবস্থাভেদে আমাদের কর্মে ভিন্নতা রয়েছ। তিনি সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে ইসলামী ব্যাংক হাসপাতালের সকল কর্মজীবীকে তাদের রুজি হালাল রাখার প্রত্যয় অব্যাহত রাখার আহ্বান জানান।